প্রথাগত রাজনীতির বাইরে থেকে আসা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ কিংবা সাম্প্রদায়িকতার অভিযোগ নতুন নয়। এ কথা বিগত দিনগুলোতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে ইসলামী বিশ্ব কিংবা মুসলিম সম্প্রদায়কে পছন্দ করেন না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, ট্রাম্পের বিবেচনায় ইসলামে গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস। ইতিহাসের দীর্ঘ ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক কিংবা আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হলেও তারা কারো বশ্যতা স্বীকার করেনি।